বৈষ্ণব নগর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষা

 

এক বেসরকারি স্কুলের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। এদিন প্রায় ১২০০ জন শিক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষায় অংশ গ্রহণ করে।

    এদিন পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেয় ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। প্রায় ১২০০ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেয় বলে জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এলাকা সহ জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা প্রবেশিকা পরীক্ষা দিতে আসে এই স্কুলে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের স্কুলের পরিকাঠামো যথেষ্ট উন্নতমানের। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো। তাই অভিভাবক সহ শিক্ষার্থীদের এই স্কুলের প্রতি যথেষ্ট ঝোঁক রয়েছে।